Home জাতীয় এই প্রথম মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড

এই প্রথম মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড

by Shohag Ferdaus
ইন্টারনেটে গতি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিলো রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবা দেওয়া প্রতিষ্ঠান টেলিটক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ডেটার ব্যালেন্স যতদিন থাকবে, ততদিন গ্রাহক ওই ডেটা ব্যবহার করতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ থেকে টেলিটক এই ব্যবস্থা

১৫ মার্চ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে মোবাইল অপারেটরসমূহের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ ঘোষণা দেন।

এসময় মন্ত্রী বলেন, এই প্রথমবারের মতো মোবাইল ডেটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো।

তিনি আশাবাদ জানিয়ে বলেন, টেলিটকের পর অন্য অপারেটরগুলো পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু।

অনুষ্ঠানে বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবসরপ্রাপ্ত) এবং গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের প্রতিনিধিরা মোবাইল ফোনের ডাটা প্যাকেজ ব্যবস্থাপনা সহজীকরণে তাদের প্রতিক্রিয়া জানান।

ভয়েস টিভি/এসএফ

You may also like