Home জাতীয় একদিনে ১০৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত; মারা গেছে আরো ১৪ জন

একদিনে ১০৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত; মারা গেছে আরো ১৪ জন

by Newsroom

ভয়েস রিপোর্ট: দেশে একদিনে অর্থাৎ গেলো ২৪ ঘণ্টায় আরো ১০৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১৪ জন। মোট শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন। আর মোট মৃত্যু হলো ২৮৩ জনের।
বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তকরণে নমুনা সংগ্রহ করা হয়েছে আরো সাত হাজার ৮৩৭টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ হাজার ৯৩০টি।
তিনি জানান, মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে পুরুষ ১১ জন, নারী তিন জন। এরমধ্যে ঢাকা শহরের ৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।

You may also like