Home অপরাধ তিন এপিবিএন সদস্যের ৭ দিনের রিমান্ড শুরু

তিন এপিবিএন সদস্যের ৭ দিনের রিমান্ড শুরু

by Newsroom
এপিবিএন

কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যের ৭ দিনের রিমান্ড শুরু হয়েছে। ২২ আগস্ট শনিবার জেল সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজার জেলা কারাগার থেকে এপিবিএনের তিন সদস্যকে র‍্যাব হেফাজতে নেয়া হয়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা করে র‌্যাবের কার্যালয়ে নেয়া হয়। রিমান্ডে নেয়া তিন এপিবিএন সদস্য হলেন- এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ।

র‍্যাব জানায়, হত্যার ঘটনায় যারা সক্রিয়ভাবে জড়িত ছিলো তাদের সঙ্গে গ্রেপ্তার এপিবিএনের এই তিন সদস্যদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সিনহার হত্যার ঘটনার দিন এই তিনজনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন।

গত ১৮ আগস্ট গ্রেপ্তারের পর এপিবিএনের এই তিন সদস্যের ৭ দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এদিকে, যে পিস্তল দিয়ে সিনহাকে গুলি করা হয়েছে সেটি আজ র‌্যাব হেফাজতে দেয়ার কথা রয়েছে।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। পরে ঘটনার বিচার চেয়ে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

ভয়েস টিভি/টিআর

You may also like