Home বিনোদন এবার বলিউডে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি

এবার বলিউডে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি

by Amir Shohel

বলিউড তারকাদের সঙ্গে নতুন করে প্রবেশ করছেন বলিউডেরই খ্যাতনামা তারকাদের সন্তান-সন্তানাদি এমনকি নাতিও। বলা হয়ে থাকে এরা তারকাদের আত্মীয় হওয়ায় বলিউডে সহজে চান্স পান। এদের মধ্যে রয়েছে কিং খানের মেয়ে সুহানা খান, আট ও নয় দশকের সিনেমায় রাজ করা শ্রী দেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও।

বলিউডের প্রয়াত তারকা অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের পর এবার ছোট মেয়ে খুশি কাপুরও চলছে একই পথে। নতুন করে চলচ্চিত্রে পা রাখছেন ছোট্ট পরী। তার বাবা বনি কাপুর জানিয়েছেন, আগামী এপ্রিলে একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন খুশি। তবে সিনেমার নাম কিংবা পরিচালকের নাম এখনই জানাননি। তবে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, একজন বাবা হিসেবে অর্জুন এবং জাহ্নবী ক্ষেত্রেও এই বিষয়টি বজায় রেখেছিলাম। তাদের পেশা নিয়ে এখনো আলোচনা করি। কিন্তু নিজের মতামত তাদের উপর চাপিয়ে দিই না। চূড়ান্ত সিদ্ধান্ত তাদেরই। আজ অর্জুন এবং জাহ্নবী প্রতিষ্ঠিত। তারা দুজনেই ভালো কাজ করছে।

অবশ্য কয়েকমাস ধরেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে একটি সিনেমায় খুশির অভিনয়ের গুঞ্জন চলছে। একসঙ্গে নাচের রিহার্সেল করতে দেখা গেছে দু’জনকে। জিন্দেগি না মিলেগি দোবারা খ্যাত পরিচালক জোয়া আখতারের সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন খুশি কাপুর।

এই নির্মাতা জনপ্রিয় কমিকস চরিত্র আর্চি এবং তার সাঙ্গপাঙ্গদের কাণ্ড পর্দায় নিয়ে আসছেন, আর এতেই নাকি প্রধান চরিত্রে দেখা যেতে পারে। শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে!

অমিতাভ বচ্চনের নাতির বিপরীতেই খুশির অভিষেক ঘটছে কি না-তা এখনও নিশ্চিত হওয়া যায়নি আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে দর্শকদের।

এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্নের কথা জানিয়েছেন খুশি কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি রয়েছে তার। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশন্যাল স্কুল থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন খুশি।

খুশির বড় বোন জাহ্নবী কাপুর ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। পরবর্তীতে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান জাহ্নবী।

/এএস

You may also like