Home ভিডিও সংবাদ রংপুরে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

রংপুরে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

by Newsroom
এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী

রংপুর : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রংপুরে স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। গেলো বছরের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ রাষ্ট্রপতি।

১৯৯১ সালের জাতীয় নির্বাচনে রংপুরের ২২টি আসনের ২১টিইতেই জয়ী হয়ে জাতীয় পার্টির জনপ্রিয়তার প্রমাণ দিয়েছিলেন এরশাদ। কিন্তু ধীরে ধীরে এসব আসনের অধিকাংশই হাতছাড়া হয়ে যায়। স্থানীয় নেতা কর্মীরা বলছেন, এই আসনগুলো ফিরিয়ে আনাই প্রথম মৃত্যুবার্ষিকীর প্রতিশ্রুতি।

রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদে এরশাদের নীতি ও আদর্শের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া নেতা কর্মীদের দায়িত্ব। দলের ভিত্তি আরো মজবুতের আহ্বান জানান তিনি।

এদিকে, ছাত্র নেতারা মনে করেন, সংঘাত ও রক্তপাতবিহীন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা বলেছেন এরশাদ। সেটিই বাস্তবায়ন করতে চান তারা।

দেশের উন্নয়নমুলক কাজের কারণেই সবার মাঝে বেঁচে থাকবেন এরশাদ, এমনটাই মনে করেন জাতীয় পার্টির নেতা কর্মীরা।

ভয়েসটিভি/রংপুর প্রতিনিধি/সাম্মা/দেলোয়ার

You may also like