Home জাতীয় মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু

মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু

by Newsroom
এসি বিস্ফোরণে

ঢাকা: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ৪০ জনের মধ্যে যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, জুয়েল নামে ৭ বছরের এক শিশুর শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল। অবশেষে তাকে আমরা বাঁচাতে পারিনি। রাত সাড়ে ১২টার দিকে জুয়েল মারা যায়।

এ বিষয়ে বার্ন ইউনিটের সহকারী পরিচালক ডা. হুসেইন ইমাম জানান, এখানে আসা ৩৭ জন দগ্ধ রোগীর সবারই শ্বাসনালি পুড়ে গেছে। রোগীদের সবরাই শরীরের কমপক্ষে ৩০ শতাংশ পুড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইমাম ও মুয়াজ্জিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

৪ সেপ্টেম্বর শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওই মসজিদে এসি বিস্ফোরেণর ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মুসল্লিরা যখন সুন্নত নামাজ আদায় করছিলেন তখন এসি বিস্ফোরিত হয়। মসজিদে ৬টি এসি বিস্ফোরণ ঘটে। এতে এতে অন্তত ৪০ জন আহত হন।

আহতদের প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে ৩৭ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করানো হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like