Home জাতীয় হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

by Mesbah Mukul

শারীরিক অসুস্থতা ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে তিনি এই হাসপাতালে ভর্তি হন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে।

হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন বলেও বার্তায় জানানো হয়েছে।

ভয়েসটিভি/এমএম

You may also like