Home ভিডিও সংবাদ করোনায় ওসির মৃত্যু

করোনায় ওসির মৃত্যু

by Shohag Ferdaus

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৬ আগস্ট বুধবার রাত সোয়া ১০টায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে প্রথম জানাজা শেষে তার নিজ গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে শেষ জানাজা ও দাফন সম্পন্ন হবে বলেও নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, কিছুদিন ধরে ওসি আরিফুর রহমান জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ১৪ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ আসে। পরে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৫ আগস্ট তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরিফুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) হিসেবে যোগদান করেন ২০১৯ সালের ৩১ আগস্ট। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

কলেজে শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। উপ-পরিদর্শক হিসেবে প্রশিক্ষণ শেষে তিনি কর্মজীবনের শুরু থেকেই কুষ্টিয়ার বিভিন্ন থানায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭২ জন পুলিশ সদস্য মারা গেছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like