Home জাতীয় করোনাভাইরাসে সাংবাদিকের মৃত্যু, দৈনিক সময়ের আলো কার্যালয় বন্ধ

করোনাভাইরাসে সাংবাদিকের মৃত্যু, দৈনিক সময়ের আলো কার্যালয় বন্ধ

by shahin

ভয়েজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের মৃত্যুর ঘটনায় এবং আরও কয়েকজন কর্মীর শরীরে উপসর্গ দেখা দেয়ায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান কার্যালয় সাময়িক ( লক ডাউন) বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার এই দুর্যোগকালীন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সময়ের আলো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) পত্রিকাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে পত্রিকার সব বিভাগের কর্মীরা বাসা থেকে তাদের কাজ চালিয়ে যাবেন। বিশেষ ব্যবস্থায় নিয়মিত পত্রিকা প্রকাশ অব্যাহত থাকবে।

পত্রিকাটির সিটি এডিটর ও চিফ রিপোর্টার (প্রধান প্রতিবেদক) সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (৪৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টায় মৃত্যু হলেও আজ তার নমুনা পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। হুমায়ুন কবীর খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।

দৈনিক সময়ের আলো হুমায়ুন কবির খোকনের পরিবারের পাশে দাঁড়িয়েছে তার কর্মস্থল দৈনিক সময়ের আলো পরিবার। সঙ্কটময় এই মুহুর্তে পরিবারের দেখাশোনাসহ অর্থনৈতিক দায়িত্ব নিয়েছে কর্তৃপক্ষ।

আজ বুধবার সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাংবাদিক হুমায়ুন কবির খোকন মৃত্যুর আগ পর্যন্ত সময়ের আলোর সঙ্গে ছিলেন। তিনি প্রতিষ্ঠানের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। তার অসুস্থ হওয়ার পর থেকে মৃত্যু এবং দাফন পর্যন্ত সবকিছু আমরা আন্তরিকভাবে তত্ত্বাবধান করেছি। আমাদের এই সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশেও দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, সময়ের আলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশে আমরা সাংবাদিক মরহুম হুমায়ুন কবির খোকনের পরিবারের যাবতীয় দায়িত্ব গ্রহণ করছি। যদিও তার চলে যাওয়ার এই শোক কোনোভাবেই পূরণ হবার নয়, তবুও শোকাহত পরিবারকে যাতে কোনো প্রকার সমস্যায় না পড়তে হয়, সেজন্য আমাদের আন্তরিকতার কমতি নেই।

You may also like