Home জাতীয় ত্রাণে অবৈধ হস্তক্ষেপ : ৭২ জনপ্রতিনিধি বরখাস্ত

ত্রাণে অবৈধ হস্তক্ষেপ : ৭২ জনপ্রতিনিধি বরখাস্ত

by shahin

ভয়েস রিপোর্ট :  মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারের জরুরি ত্রাণ বিতরণে অবৈধ হস্তক্ষেপ, বাঁধা দেয়া, আত্মসাৎ চেস্টা করায় এখন পর্যন্ত সারা দেশে ৭২ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৭২ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৩ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ২ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

স্থানীয় সরকার বিভাগ থেকে জনস্বার্থে বিভিন্ন সময়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে সাময়িকভাবে সাময়মিক ভাবে উল্লেখিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়।

অর্থাৎ সরকার করোনাকালে ত্রান সাহয়তা বিতরেন কোন প্রকার অনিয়ম সহ্য করছে না । সেই সাথে অনিয়ম কঠোর হস্তে দমন করছে ।

সর্বশেষ গত বৃহস্পতিবার ত্রাণকাজ পরিচালনায় বাধা দেওয়ায় এবং টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা (নবীন)-কে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

You may also like