Home জাতীয় করোনায় আক্রান্ত প্রায় ৪ হাজার পুলিশ সদস্য

করোনায় আক্রান্ত প্রায় ৪ হাজার পুলিশ সদস্য

by shahin

ভয়েস রিপোর্ট: সারা দেশে ক্রমাগত ভাবে বাড়ছে কোরনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা ।সেই সাথে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫ পুলিশ সদস্য মারা গেছে । এখন পর্যন্ত পুলিশের প্রায় ৪ হাাজার সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

পুলিশ সদরদফতর জানায়, আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি। এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আটজন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৮ জনসহ বাকিরা এসআই, এএসআই এবং কনস্টেবল।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

সারা দেশের মধ্যে বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে ডিএমপিতে । শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৪ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০৮ জন। সব মিলিয়ে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯১৮ জনে। ভাইরাসটি এখন পর্যন্ত ১৪ পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে।

সোমবার (২৫ মে) পুলিশের বিভিন্ন দফতর থেকে এসব তথ্য পাওয়া গেছে।

করোনা ভাইরাস বিরোধী যুদ্ধে ফ্রন্ট লাইন থেকে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের । পুলিশের যে সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের প্রায় সবাই ‘মাঠ পর্যায়ের’৷ আইন শৃঙ্খলার দায়িত্বের পাশাপাশি, লাশ উদ্ধার, লাশ দাফন, সামাজিক, মানবিক সকল কাজেই অংশগ্রঞন করতে হচ্ছে পুলিশকে । এক কথায় করোনাকালে মাঠ পর্যায়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী নানা বাহিনী। এর বাহিরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকলসহ অনেক দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের ।

সামাজিক দূরত্ব মানা সম্ভব হয় না ফ্রন্ট লাইনের যদ্ধা পুলিশকে ৷জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে যেতে কাজের ঝুঁকি নিতে হচ্ছে পুলিশ বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যদের । পুলিশকে চেকপোস্ট, লকডাউন বাস্তবায়ন , আসামি ধরা, করোনার লাশ দাফন, রোগীকে হাসপাতালে পাঠানো, সামাজিক দূরত্ব নিশ্চিত করা- সব দায়িত্বই পালন করতে হয়৷ ফলে তাদের করোনা সংক্রমনের ঝুঁকি বাড়ছে এবং আক্রান্তও হচ্ছে ৷
বাংলাদেশ পুলিশের মোট ফোর্স দুই লাখ ১০ হাজারের বেশি । করোনাকালে কোন পুলিশ সদস্যই বসে নেই । সবাইকে সমুখ যোদ্ধা হিসবে কাজ করতে হচ্ছে ।

পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে৷ পুলিশের আইজি বেনজীর আহমেদ ব্যক্তিগতভাবে তাদের খোঁজ খবর নিচ্ছেন৷ আক্রান্ত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবরও নয়া হচ্ছে নিয়মিত৷

You may also like