Home চিকিৎসা করোনায় আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ৬০৪

করোনায় আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ৬০৪

by Amir Shohel

গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৪ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬০৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে।

৪ মার্চ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৪০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯৬৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩৪৬টি।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। মৃত ছয়জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন রয়েছেন।

এতে আরও বলা হয়, মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের দুজন ও সিলেট বিভাগের একজন মারা গেছেন। মৃত ছয়জনের মধ্যে পাঁচজন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৭ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪২ হাজার ২৪৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ এক হাজার ১৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪১ হাজার ১১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ভয়েসটিভি/এএস

You may also like