Home জাতীয় করোনায় একদিনে শনাক্ত ১৭৭৩; মারা গেছে ২২ জন

করোনায় একদিনে শনাক্ত ১৭৭৩; মারা গেছে ২২ জন

by Newsroom

ভয়েস রিপোর্ট: দেশে একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এক হাজার ৭৭৩ জন। মৃত্যু হয়েছে আরো ২২ জনের। সুস্থ হয়েছে ৩৯৫ জন।
দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী শনাক্ত এবং মৃত্যু হয়েছে, এরমধ্যে বৃহস্পতিবারই সর্বোচ্চ, অর্থাৎ দুটোতেই রেকর্ড। এর আগে বুধবার এক হাজার ৬১৭ রোগী শনাক্ত হয়েছিলো। এরও আগে গত ১৮ মে সব রেকর্ড ভেঙে এক হাজার ৬০২ জন শনাক্ত হয়েছিলো।
বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে। আর মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪০৮ জনে। মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।
ডা. নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৪টি। তবে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৬২টি। অর্থাৎ এ সময়ে জমা থেকেও নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪টি।

You may also like