Home জাতীয় করোনায় দেশের মানুষের পাশে জার্মানপ্রবাসী

করোনায় দেশের মানুষের পাশে জার্মানপ্রবাসী

by Newsroom

ভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের হাজারো অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এক জার্মান প্রবাসী সৈয়দ শাকিল তাঁর সংগঠন সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট আশা হোপ ফর বাংলাদেশের মাধ্যমে মানুষকে খাদ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করছে

দেশের বিভিন্ন স্থানে ৬২৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনিপ্রত্যেক পরিবারের জন্য খাদ্যসামগ্রীর মধ্যে ছিল কেজি চাল, কেজি ডাল, লিটার তেল, কেজি আটা, কেজি আলু, প্যাকেট লবণ এবং সাবানছাড়া ৮০০ ছিন্নমূল মানুষের জন্য একবেলা করে খাবারের ব্যবস্থা করেন তিনি

রাজশাহীর তানোর মাগুরার মোহাম্মদপুরের ৩৬ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া হয়সৈয়দ শাকিকের এই সহায়তা কার্যক্রমে সহযোগিতা করে দেশের আরেক স্বেচ্ছা সেবী সংগঠন ‘গিফট ফর গুড’সৈয়দ শাকিল বলেন, প্রবাসে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করার যথাসাধ্য চেষ্টা করিবর্তমান সংকটে মানুষের জন্য কিছু করতে পেরে ভালো লাগছেঅন্য প্রবাসীরাও দেশের মানুষের পাশে দাঁড়াবে বলে আশা করি

You may also like