Home জাতীয় করোনায় ফের মৃত্যুতে রেকর্ড, শনাক্ত ৭২০১

করোনায় ফের মৃত্যুতে রেকর্ড, শনাক্ত ৭২০১

by Amir Shohel
নতুন রোগী

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৩ জন। যা এখন পর্যন্ত রেকর্ড মৃত্যু। একই সময়ে আরও ৭ হাজার ২০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

১২ এপ্রিল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত এক দিনে ৮৩ জনের মৃত্যুতে দেশে মোট ‍মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮২২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০১ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

ভয়েসটিভি/এএস

You may also like