Home জাতীয় দ্বিতীয়দিনের মতো করোনায় মৃত্যুহীন বাংলাদেশ

দ্বিতীয়দিনের মতো করোনায় মৃত্যুহীন বাংলাদেশ

by Roman Kabir

দেশে করোনায় আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় কোনো মারা যাওয়ার ঘটনা ঘটেনি। এর আগের ২৪ ঘন্টায়ও পাওয়া যায়নি মৃত্যুর খবর। তিনমাস আগে গত ৯ ডিসেম্বর করোনায় মৃত্যু শূন্য দিন পার করেছিল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। এ সময় ১৮২ জন শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত হওয়া ১৮২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৯ হাজার ১১২ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯২ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৬২টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৭৯টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৯২ হাজার ৯০৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৬টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৯ শতাংশ।

ভয়েসটিভি/আরকে

You may also like