Home জাতীয় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

by Newsroom

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৮২ জনের দেহে।

১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে ৩৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৭০২ জনে। আর নতুন ১ হাজার ২৮২ জন শনাক্ত হওয়ায় দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন।

এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন।

নতুন ৩৪ জন মৃতের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১১ জন। ৩৪ জনের ম‌ধ্যে হাসপাতালে ৩৩ জন ও বা‌ড়ি‌তে একজ‌নের মৃত্যু হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like