Home জাতীয় করোনায় দেশে আরও ২১ জনের জনের মৃত্যু

করোনায় দেশে আরও ২১ জনের জনের মৃত্যু

by Newsroom
করোনায় মৃত্যু

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫০৮ জন।

১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়লো ৫ হাজার ২৭২ জনে।

এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫০৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।

এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে দুই হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি।

ভয়েস টিভি/টিআর

You may also like