Home ভিডিও সংবাদ করোনা আতঙ্কের মধ্যেই সৈয়দপুর রেল কারখানায় ব্যস্ত শ্রমিকরা

করোনা আতঙ্কের মধ্যেই সৈয়দপুর রেল কারখানায় ব্যস্ত শ্রমিকরা

by Newsroom

নিলফামারী প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে অঘোষিত লক ডাউনের মাঝেও সীমিত আকারে মেরামত কাজ চলছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এরইমধ্যে সাতটি ডিসি ওয়াগন ও একটি পার্সেল কোচ মেরামত ও হস্তান্তর করা হয়েছে পাকশি বিভাগে। মেরামত করা এসব ওয়াগন ও কোচ পণ্য ও খাদ্য সামগ্রী পরিবহণে চলাচল করবে পশ্চিমাঞ্চলের রেলপথে।

সবধরণের স্বাস্থ্যবিধি মেনে ও করোনা প্রভাব মোকাবেলায় গেল এপ্রিল মাস থেকে সীমিত আকারে মেরামত কাজ শুরু হয় এই কারখানায়। খাদ্য, কৃষি পণ্য পরিবহণে অকেজো হয়ে যাওয়া ওয়াগন ও কোচ মেরামতে শতাধিক শ্রমিক কাজ করছে এখানে।
রেল কর্তৃপক্ষ বলছে, সরকারের নির্দেশনা অনুসারেই সীমিতভাবে কাজ চলছে কারখানায়। মূলত পণ্য পরিবহণের জন্যই ওয়াগন মেরামত করা হচ্ছে। মেরামত হওয়া কোচগুলো চলাচল করবে পশ্চিমাঞ্চলের রেলপথে।

You may also like