Home জাতীয় করোনা জয়ী ১৫ পুলিশ সদস্যকে বরণ

করোনা জয়ী ১৫ পুলিশ সদস্যকে বরণ

by Newsroom

ভয়েস রিপোর্ট:  করোনা জয়ী ১৫ পুলিশ সদস্যকে বরণ করে নিলেন গাজী পুরের পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম)। রোববার সকালে কালিগঞ্জ থানায় এসব সদস্যকে বরণ করে নেয়া হয়।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এসব পুলিশ সদস্য বিভিন্ন হাসপাতাল ও আইসোলেন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে এসআই ৭ জন,এএস আই ৪ জন ও কনস্টেবল ৪ সুস্থ্য হয়ে কাজে যোগ দিতে আসেন। করোনা জয়ী পুলিশ সদস্যদের বরণ করে নেয়া হয় ব্যতিক্রমী ভাবে । পুলিশ সুপার নিজে তাদের ফুল ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন । এসময় পুলিশ সদস্যরা ফুল ছিটিয়ে এবং করোতালি দিয়ে তাদের অভিভাদন জানান ।

You may also like