Home জাতীয় করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি ল্যাব

করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি ল্যাব

by Amir Shohel
আরও ৩২ জনের

করোনা শনাক্ত করার আরও একটি পিসিআর ল্যাব যুক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাস শনাক্তে পিসিআর পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৭১টিতে। গাজীপুরের চন্দ্রায় ডা. ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হাসপাতালে নতুন এ পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত একদিনে ৬৩টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৬৫০টি।

সম্পাদনা : আমির সোহেল

You may also like