Home অপরাধ সুপ্রিম কোর্টের ৪৩ কর্মকর্তা-কর্মচারী আটক

সুপ্রিম কোর্টের ৪৩ কর্মকর্তা-কর্মচারী আটক

by Shohag Ferdaus

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখাল ৪৩ জন কর্মকর্তা-কর্মচারী আটক করা হয়েছে। দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অভিযানে তাদের আটক করা হয়। ১৬ আগস্ট রোববার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা সোচ্চার হয়ে উঠেছেন। আমরা বারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছিলাম। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে একটি ঝটিকা অভিযান পারিচালিত হয়। এবং প্রাথমিকভাবে সেখান থেকে এই ৪৩ কর্মকর্তা-কর্মচারী আটক করা হয়।’

এ অভিযানের বিষয়ে তিনি আরও বলেন, ‘৪৩ জনকে আটকের পর বার নেতৃবৃন্দকে খবর পাঠানো হলে বারের সম্পাদকসহ আমরা ঘটনাস্থলে যাই। এরপর জানতে পারি, আটক ব্যক্তিরা নিজের দায়িত্ব পালন না করে অন্য কার্যক্রমে ব্যস্ত থাকায় তাদের আটক করা হয়। সেখানে অভিযুক্তদের নাম, ঠিকানা সংগ্রহ শেষে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। এখন আমরা (বার নেতৃবৃন্দ) আলোচনা করে পরবর্তী কর্মপন্থার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like