Home জাতীয় মুক্তিযোদ্ধা ও কলামিস্ট বখতিয়ার উদ্দীন চৌধুরী আর নেই

মুক্তিযোদ্ধা ও কলামিস্ট বখতিয়ার উদ্দীন চৌধুরী আর নেই

by Shohag Ferdaus
বখতিয়ার উদ্দীন চৌধুরী

বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট কলামিস্ট বখতিয়ার উদ্দীন চৌধুরী মারা গেছেন। ২৫ ডিসেম্বর শুক্রবার রাতের প্রথম প্রহরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

কলামিস্ট আনিস আলমগীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ২টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকালই তাকে হাসপাতালে নেয়া হয়। আজ বাদ জুমা জানাজা শেষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বখতিয়ার উদ্দীন চৌধুরী ১৯৪৮ সালের ১৭ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছাত্রজীবনে তিনি চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর সংস্পর্শে এসে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হন। পরবর্তীতে জাতীয় রাজনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সর্বশেষ লেখালেখিতে জড়িত হন তিনি। জাতীয় দৈনিক এবং অনলাইনের নিয়মিত লেখক ছিলেন তিনি। মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দীন চৌধুরী প্রগতিশীল লেখক হিসাবে তিনি সর্বমহলে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like