Home অপরাধ কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হবেন ইরফান সেলিম

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হবেন ইরফান সেলিম

by Amir Shohel
ইরফান সেলিমের

সাজাপ্রাপ্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম সাময়িক বরখাস্ত হতে যাচ্ছেন। মাদক নিয়ন্ত্রণ আইনে ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে তার এক বছরের দণ্ড হওয়ায় আইন মোতাবেক তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় সরকার বিভাগে গেলে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

২৭ অক্টোবর মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, যে কোনও কাউন্সিলর বা জনপ্রতিনিধির বিরুদ্ধে আদালত কতৃক সাজা প্রদানের অভিযোগের বিষয়টি সিটি করপোরেশন বিয়টি লিখিত আকারে মন্ত্রণালয় গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র সচিব বলেন, আইনে (স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন) বলা হয়েছে, কেউ সাজা প্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন।

তবে দক্ষিণ সিটি করপোরেশন থেকে এ বিষয়ে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

ভয়েসটিভি/এএস

You may also like