Home জাতীয় কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছু দিতে পারতো : প্রধানমন্ত্রী

কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছু দিতে পারতো : প্রধানমন্ত্রী

by Newsroom
প্রধানমন্ত্রী

ঢাকা: মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের বহুমুখী প্রতিভা এবং বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আজকে কামাল যদি বেঁচে থাকতো তবে সমাজকে অনেক কিছু দিতে পারতো।

৫ আগস্ট বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় (ভার্চ্যুয়াল) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, শেখ কামাল যদি বেঁচে থাকতো তাহলে সমাজকে অনেক কিছু দিতে পারত। বহুমুখী প্রতিভার অধিকারী ছিল শেখ কামাল। খেলাধুলা, সাংস্কৃতি চর্চা, রাজনীতি সব প্রতিভাই ছিল তার মধ্যে। একটা মানুষের মধ্যে এই যে বহুমুখী প্রতিভা। এটা সত্যিই বিরল ছিল। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা সেটাও অপরিসীম।

তিনি বলেন, যারা সেদিন কামালসহ পরিবারের সব সদস্যকে হত্যা করেছে তাদের মধ্যে এমন কেউ ছিল না যারা আমাদের বাড়িতে ভাত-নাস্তা খায়নি। পুরো বক্তব্যজুড়ে অতীতের স্মৃতি মনে করে আবেগে-আপ্লুত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর/ডিএইচ

You may also like