Home ভিডিও সংবাদ কুষ্টিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়

কুষ্টিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়

by Newsroom
কুষ্টিয়ার বিনোদন

কুষ্টিয়া: কুষ্টিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ কয়েক মাস যাবৎ মানুষ স্বাভাবিকভাবে এই বিনোদন কেন্দ্রগুলোতে আসতে পারেনি। তবে এবার ঈদ পরবর্তী সময়ে মানুষ ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে।

জেলার বেশকিছু বিনোদন কেন্দ্রের মধ্যে হাসিমপুর গ্রাম রক্ষা বাঁধ রয়েছে। এটি মুলত গ্রাম রক্ষা বাঁধ হলেও স্থানীয় প্রশাসন এই বাঁধটিকে ইকোপার্ক ঘোষণা করে সেখানে ছাতা ও বেঞ্চ তৈরী করেছেন। যার ফলে মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষে বিকালে এই ইকোপার্কে এসে অবসর সময় কাটাতে আসেন।

আর এখানে মানুষের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমান দোকানীরা হরেক রকমের দোকান সাজিয়ে বসেন।

নারী-পুরুষ ও শিশুরা সহ নানা শ্রেণী-পেশার মানুষ বিকাল থেকে অনেক রাত পর্যন্ত এখানে সময় অতিবাহিত করতে আসেন।

দর্শনার্থীদের সুবিধার্থে এই বিনোদন কেন্দ্রটিতে আরো ছাতা সহ বেঞ্চ, স্ট্রিট লাইটের প্রয়োজনীয়তা দাবী করেছেন।



ভয়েস টিভি/ কুষ্টিয়া প্রতিনিধি/ টিআর

You may also like