Home জাতীয় কুয়াশায় দেশের সব রুটে ফেরি চলাচল বন্ধ

কুয়াশায় দেশের সব রুটে ফেরি চলাচল বন্ধ

by Newsroom
কুয়াশায়

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়াসহ সব নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ৬ ডিসেম্বর রোববার ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

পরে সকাল ৭টা থেকে লঞ্চ ও স্পিডবোটও চলাচলও বন্ধ করে দেয়া হয় বলে বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ফেরি বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রোববার সকাল সোয়া ৭টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, রোববার ভোর থেকেই পদ্মায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে যায়। ফলে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এ সময় মাঝ নদীতে কয়েকটি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

আরও পড়ুন : কুয়াশায় ‘মুখ’ লুকালো কাঞ্চনজঙ্ঘা

ভয়েস টিভি/এমএইচ

You may also like