Home প্রবাসী পরিচয় পাওয়া গেছে কুয়েতে খুন হওয়া মা-মেয়ের

পরিচয় পাওয়া গেছে কুয়েতে খুন হওয়া মা-মেয়ের

by Newsroom

কুয়েতে খুন হওয়া প্রবাসী বাংলাদেশী মা ও মেয়ের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঢাকার ধামরাইয়ের পৌর এলাকার তালতলা মহল্লার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মান্নান শিকদারের স্ত্রী মমতা বেগম এবং তার মেয়ে স্বর্ণালতা।

জানা গেছে, মমতা বেগম ২৫ বছর ধরে কুয়েতে থাকতেন এবং মেয়ে স্বর্ণলতা আড়াই বছর আগে কুয়েতে যান।

কুয়েতে খুন হওয়া মা-মেয়ে

এ বিষয়ে নিহত মমতা বেগমের একমাত্র ছেলে ইজাজ ভয়েস টিভিকে জানান, গত মঙ্গলবার সন্ধার পর থেকে তার মা মমতা বেগম ও বোন স্বর্ণলতার মোবাইল ফোন বন্ধ পান। এরপর শুক্রবার রাতে খবর আসে কুয়েতে তার মা ও বোন যে বাসায় থাকতেন, সেই বাসা থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কুয়েত পুলিশ।

বিদেশের মাটিতে চাঞ্চল্যকর এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে নিহত মমতা বেগমের ছেলে ইজাজ, দ্রুত তার মা ও বোনের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করেন।

শুক্রবার কুয়েতের আরব টাইমস পত্রিকার এক প্রতিবেদনে লেখা হয়, দেশটির জেলের আল সুখা এলাকায় নিজ বাসা থেকে দুই প্রবাসী নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে কুয়েক পুলিশ। ওই দুই নারী সম্পর্কে মা ও মেয়ে।

একই সাথে প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা রেকর্ড করেন।

ভয়েস টিভি/টিআর

You may also like