Home জাতীয় জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

by Amir Shohel

ঢাকা : জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এরইমধ্যে রাজধানীর কমলাপুর ও গোপীবাগ এলাকায় বেশ বড় দেশি গরুই আনছে বেপারীরা। কিন্তু মাঝারি আর ছোট গরুর সরবরাহ তুলনামূলক কম। বন্যা এবং করোনার মধ্যেও লাভের আশা করছে তারা। কমলাপুরের বেশিরভাগ গরু জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল ও মেহেরপুর থেকে এসেছে। ক্রেতারাও ঘুরে দেখছেন হাট।

সরেজমিনে দেখা যায়, ত্রিপল দিয়ে কমলাপুর রেল ক্রসিং গোপীবাগের কয়েকটি স্থান হাটের উপযোগী করা হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জামালপুর থেকে কমলাপুর হাটে দেশি বড় গরু আনা হয়েছে। পুরো হাটে বড় গরুর সংখ্যা বেশি। অজানা আশংকা অথবা লোকসানের চিন্তায় সতর্ক দেশি বেপারীরা।

দেড় লাখ থেকে ৬/৭/১০ লাখ পর্যন্ত। ক্রেতারা দেখে নিচ্ছেন। তাদের আশা কমবে দাম।

বেপারিদের জন্য থাকার ব্যবস্থা হলেও খাবারের ব্যবস্থা নিজেরাই করতে হয়। তবে নিরাপত্তা সন্তুষ্ট তারা। মাঝারি বা ছোট গরুর সংখ্যা কম। তবে দু’একদিনের মধ্যে গরুর সংখ্যা বাড়বে।

বর্ষাকালেও প্রচণ্ড রোদে রীতিমতো নাভিশ্বাস ক্রেতা বিক্রেতাদের। বিশালাকার জাঁকজমকপূর্ণ গেইট নির্মাণ করা হয়েছে। কিন্তু এখনো পুরোদমে কেনাবেচা শুরু হয়নি।

ভয়েস টিভি/নিয়ামুল আজিজ সাদেক/ডিএইচ

You may also like