Home ভিডিও সংবাদ কুষ্টিয়ায় কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা

কুষ্টিয়ায় কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা

by Newsroom
কোরবানির-পশু

কুষ্টিয়া : পবিত্র ইদুল আযহাকে ঘিরে কুষ্টিয়ায় ছোট-বড় ৩৮ হাজার খামারে অন্তত ১ লাখ ৫ হাজার গরু ও ৭০ হাজার খাসী মোটাতাজা করা হয়েছে। কোন হরমোন জাতীয় ওষুধ দেয়া ছাড়াই প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে পালন করা হচ্ছে এসব পশু।

কিন্তু বিক্রির সব প্রস্তুতি শেষ হলেও এখনো খামারে আসছে না অন্য জেলার গরু বেপারীরা।। আগে শুধু খামারেই নয়, বিভিন্ন বাড়িতে পালন করা পশুও কিনতো। কিন্তু এবার মহামারি করোনার কারণে এদের দেখা মিলছে না। তাই কোরবানির পশু বিক্রি নিয়ে চিন্তিত খামারীরা।

কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দীকুর রহমান ভয়েসটিভিকে জানান, এবার ক্ষতিকারক ওষুধ বা হরমোন ব্যবহার ছাড়াই পর্যাপ্ত সংখ্যক দেশি ও বিভিন্ন প্রজাতির পশু কোরবানির জন্য পালন করা হয়েছে।। এতে খামারিদের খরচও হয়েছে বেশি।। তাই খামারিদের সহযোগিতা করতে অনলাইনে পশু বেচাকেনার ব্যবস্থা করা হয়েছে, জানালেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা।

গো-খাদ্যমূল্য বেড়ে যাওয়ায় লোকসান থেকে বাঁচতে এ বছরেই বিক্রি করতে হবে পশু।তাই পশু বিক্রি ও পরিবহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবধরণের সহযোগিতা প্রত্যাশা খামারিদের।

ভয়েস টিভি/কুষ্টিয়া প্রতিনিধি/ডিএইচ

You may also like