Home খেলার খবর ক্যারিয়ারে প্রথম লাল কার্ড মেসির!

ক্যারিয়ারে প্রথম লাল কার্ড মেসির!

by Amir Shohel

১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে যেটি হয়নি এবার সেটিই হলো বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এই প্রথম ক্লাব ক্যারিয়ারে লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ম্যাচের ফলাফল তখন প্রায় নিশ্চিত, ২-৩ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনার পক্ষে ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই ছিল। এমতাবস্থায় নজিরবিহীন কাণ্ড ঘটালেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ফুটবলার ভিয়ালারবিয়া শুরুতে একবার ধাক্কা দেন তাকে। এরপর দৌড়াতে গেলে আবারো তাকে ধাক্কা দেন ভিয়ালারবিয়া। রাগ সামলাতে না পেরে থাপ্পড় মেরেই এগিয়ে যান মেসি।

শুরুতে রেফারি বিষয়টি খেয়াল না করলেও, পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-ভিএআর এর সাহায্য নিয়ে লালকার্ড দেখান ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ৭৫৪ টি ম্যাচ খেললেন লিও। এবারই প্রথম লাল কার্ড দেখতে হল তাকে।

ভয়েসটিভি/এএস

You may also like