Home ভিডিও সংবাদ ঈদেও মার্কেটগুলোতে নেই ক্রেতাদের ভিড়

ঈদেও মার্কেটগুলোতে নেই ক্রেতাদের ভিড়

by Newsroom
ক্রেতাদের ভিড়

সাতক্ষীরা : আসন্ন পবিত্র ঈদুল আযহাকে ঘিরে সাতক্ষীরার গার্মেন্টস সামগ্রী মার্কেটগুলোতে নেই ক্রেতাদের ভিড় । ঈদ কেনাকাটায় আগ্রহ নেই মানুষের। তবে ব্যবসায়ীরা বলছেন, করোনায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। যার ফলে নতুন জামা-কাপড় ক্রয়ের দিকে আগ্রহ নেই মানুষের। এদিকে, বেচাকেনা না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

জেলায় ২৫০ টি গার্মেন্টস সামগ্রীর দোকানে নেই সেই আগের পরিস্থিতি। স্বাভাবিক বেচাবিক্রিও হচ্ছে না দোকানীদের। ঈদকে ঘিরে নতুন জামাকাপড় ক্রয়ের যে বাড়তি উৎসাহ উদ্দীপনা সেটিও একেবারেই নেই। অনেক দোকানি দোকানভাড়াও দিতে পারছেন না। কর্মচারিরা দোকান ছেড়ে বেছে নিয়েছেন ভিন্ন পেশা।

সাতক্ষীরা জেলা গার্মেন্টস মালিক সমিতির সভাপতি শেখ গোলাম রসুল ভয়েস টিভিকে জানান, করোনার প্রভাবে রোজার ঈদেও আশানুরুপ বেচাকেনা হয়নি। এবার কুরবানী ঈদে তার থেকেও অবস্থা খারাপ। ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপর্যয়ে। করোনার শুরু থেকে এ পর্যন্ত ব্যবসায়ীরা ২০ কোটি টাকার বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকে দোকানভাড়া, কর্মচারিদের বেতন দিতে পারছে না। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা বাণিজ্য কোথায় গিয়ে দাঁড়াবে সেটি সবার অজানা।

ভয়েস টিভি/সাতক্ষীরা প্রতিনিধি/দেলোয়ার

You may also like