Home অপরাধ তিন কিশোর হত্যা: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

তিন কিশোর হত্যা: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

by Shohag Ferdaus

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে হত্যার ঘটনায় তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব, সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক, যশোরের পুলিশ সুপার ও জেলা প্রশাসক এবং যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও প্রবেশন অফিসারকে রেজিস্ট্রি ডাকে এ নোটিশ পাঠানো হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে ২০ আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সানজিদ সিদ্দিকী এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, শিশু উন্নয়ন কেন্দ্রের সাংবিধানিক দায়িত্ব ছিল শিশু/কিশোরদের রক্ষা করা। কিন্তু তারা তা না করে শিশুদের হত্যা করেছে।

আইনজীবী সানজিদ সিদ্দিকী বলেন, নিহত কিশোর পারভেজ হাসানের (১৬) বাবা রোকা মিয়া, নাইম হাসান ওরফে আবু নাইমের (১১) বাবা মো. নান্নু এবং মো. রাসেল ওরফে সুজনের (১৭) বড় ভাই সাইফুল ইসলাম নান্টুর পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আগামী ২৪ আগস্টের মধ্যে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ক্ষতিপূরণ দেয়া না হলে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের মারপিট করা হলে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like