Home ভিডিও সংবাদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলো প্রধানমন্ত্রীর উপহার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলো প্রধানমন্ত্রীর উপহার

by Newsroom
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর

জয়পুরহাট: রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম সীমান্ত ঘেঁষা প্রায় সাড়ে আট লাখ জনগণের বসবাস জয়পুরহাট। এখানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি রয়েছে বহু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। বিশ্বমহামারী করোনা দুর্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে লেখাপড়া বিমুখ না হয় সেজন্যে প্রধানমন্ত্রী তাদের একটি করে বাই-সাইকেল, ক্রীড়া সামগ্রী ও শিক্ষা বৃত্তির নগদ টাকা উপহার হিসেবে দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার তুলে দেন স্থানীয় এমপি আলহাজ্ব অ্যাডভোকেট শামছুল আলম দুদু। দুর্যোগের এ মুহূর্তে এসব উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে পেরে খুশি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন। এসব উপহার পেয়ে দূরের শিক্ষার্থীরা নিয়মিতভাবে বিদ্যালয়ে যেতে পারবে। সেই সাথে তাদের শিক্ষার মানেরও উন্নয়ন ঘটবে বলে আশা করছেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এসব আনুপ্রেরণামূলক উপহারের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়ার পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন হবে, এমনই প্রত্যাশা স্থানীয়দের।

ভয়েসটিভি/জয়পুরহাট প্রতিনিধি/হ্যাপি/দেলোয়ার

You may also like