Home ভিডিও সংবাদ সাতক্ষীরা জেলার খলিষখালী ইউপি চেয়ারম্যানের কথা

সাতক্ষীরা জেলার খলিষখালী ইউপি চেয়ারম্যানের কথা

by Newsroom
খলিষখালী

সাতক্ষীরার তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ৯নং খলিষখালী ইউনিয়ন পরিষদ। এর পশ্চিমে সরুলিয়া ইউনিয়ন, পূর্বে মাগুরা ইউনিয়ন, দক্ষিণে খেরশা ও উত্তরে ইসলামকাটি ইউনিয়ন। এর আয়তন প্রায় ৩৭.৩৬ বর্গ কিলোমিটার। জনসংখ্যা জন্মনিবন্ধন অনুযায়ী মোট জনসংখ্যা ৩১ হাজার ৪৬৮ জন।

এরমধ্যে পুরুষের সংখ্যা ১৬ হাজার ৬৩১ ও মহিলা ১৪ হাজার ৮৩৭ জন। ১১টি মৌজা ও ৩৩টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে কলেজ ২টি, মাধ্যমিক বিদ্যালয় ৪টি, প্রাথমিক বিদ্যালয় ২১টি, মাদ্রাসা ২টি, কওমি মাদ্রাসা রয়েছে ১টি। এছাড়া মসজিদ আছে ২৪টি, মন্দির ৫টি, রামকৃষ্ণ মিশন আছে ১টি। এই ইউনিয়নে শিক্ষার হার শতকরা ৬৫ ভাগ।

অবহেলিত এই প্রত্যন্ত অঞ্চলেও এখন চলছে উন্নয়নমূলক বিভিন্ন কাজ। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের ধারাবাহিকতায় এখানেও চলছে রাস্তাঘাট উন্নয়ন ও মেরামত, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ব্রিজ কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম। এরই মধ্যে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়ন হয়েছে।

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প অনুযায়ী গৃহহীনদের ঘর করে দেয়া হয়েছে। ঘর পেয়ে খুশি গৃহহীন ১৩৭টি পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গ্রামে শহরের সুবিধা দেয়ার প্রকল্প অনুযায়ী বর্তমানে চলছে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম। বর্তমান ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমানের নেতৃত্বে পুরো ইউনিয়নজুড়েই চলছে উন্নয়ন কাজ।

খলিষখালী ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। মোট ভোটার ২০ হাজার ৩০ জন। বর্তমান সরকারের প্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফফর রহমানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ভিজিডি কার্ড বিতরণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সেবা প্রদান করে ইউনিয়ন পরিষদকে একটি সেবাদানকারী প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছেন।

খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের গেট নির্মাণ ও অবকাঠামো সংস্কার কাজ হয়েছে চেয়ারম্যান মোজাফফর রহমানের হাতেই। বতর্মানে ইউনিয়নের দলুয়া বাজার থেকে দুধলাই অভিমুখী দুই কিলোমিটার পাঁকা রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে।

গাছা বাজারের ব্রিজ কালভার্ট নির্মাণের ফলে জলাবদ্ধতা দূর হয়েছে ওই এলাকায়। গাছার মোড় থেকে বিশ্বাসকাটি গ্রাম পর্যন্ত এক কিলোমিটার পাকা রাস্তা এনেছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন।

উন্নয়নের জোয়ার বইছে দেশজুড়ে। বাস্তবায়ন করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। অবহেলিত প্রত্যন্ত অঞ্চলও দেখছে নগরায়ন। নানা প্রতিকূলতা পেড়িয়েও গ্রামীণ উন্নয়নের সঙ্গে দেশ এগিয়ে চলছে তার নিজস্ব গতিতে।

কণ্ঠ: সাজিয়া আক্তার, ভিডিও সম্পাদনা: সুমী আক্তার

You may also like