Home জাতীয় খিচুড়ি রান্না দেখতে আমিও ভারতে গিয়েছিলাম: প্রতিমন্ত্রী

খিচুড়ি রান্না দেখতে আমিও ভারতে গিয়েছিলাম: প্রতিমন্ত্রী

by Newsroom
শিক্ষার্থীদের

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক হাজার কর্মকর্তাকে খিচুড়ি রান্না শিখতে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন: খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর: সোস্যাল মিডিয়ায় তোলপাড়!

এ বিষয়ে মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবার অর্থাৎ খিচুড়ি ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে হৈ চৈ করার মতো অবস্থা নেই।

আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, স্কুলের শিশুদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাপনা দেখতে আমি নিজেও ভারতের কেরালায় গিয়েছিলাম। যেকোনো বিষয়েই অভিজ্ঞতা নিতে হয়। অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তার ফলও ভালো পাওয়া যায়।

আরও পড়ুন: ‘খিচুড়ি রান্নার’ জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই

রান্না করা খাবার হিসেবে বাচ্চাদের খিচুড়ি দেওয়ার জন্য কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে গণমাধ্যমে পরিবেশিত সংবাদের সমালোচনাও করেন প্রতিমন্ত্রী।

এ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বেশকিছু দিন আগে মিডডে মিল নীতিটা পাস হয়েছে। এটি প্রাথমিক পর্যায়ে আছে, ডিপিপি প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে নিউজটি (খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশ সফর) একদিকে মন্ত্রণালয় এবং অন্যদিকে ভাবমূর্তি ক্ষুণ্নের মতো মনে হয়।’

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের লোকজন সাংবাদিকতা পেশা নিয়ে এখানে আসছে। তাদের কোনো জ্ঞান-গরিমা নেই। হুট করে একটা লিখে দিলেই মনে হয় হয়ে গেল! সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না।’

ভয়েস টিভি/টিআর

You may also like