Home জাতীয় ভাষাসৈনিক খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ আর নেই

ভাষাসৈনিক খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ আর নেই

by Shohag Ferdaus
আব্দুল মালেক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও সাবেক সাংসদ খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ীতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে খোন্দকার মঞ্জুর মালেক সুদিপ্ত। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। নিজ বাড়িতে স্ট্রোক করে তার মৃত্যু হয়। বুধবার বেলা ১১টায় মুক্তাগাছার নন্দীবাড়ী স্টেডিয়াম মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন খোন্দকার মালেক। পরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। সৈয়দ নজরুল ইসলাম ও রফিক উদ্দিন ভূঁইয়ার কমিটিতে তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে মুক্তাগাছা আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন খোন্দকার মালেক। এছাড়া ১৯৯৭ সালে মুক্তাগাছা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

তার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক প্রকাশ করেছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like