Home জাতীয় গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, চাপে নিম্ন-মধ্যবিত্তরা

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, চাপে নিম্ন-মধ্যবিত্তরা

by Mesbah Mukul

রাজধানীতে ৯৫ ভাগ বাসই গ্যাস চালিত গাড়ি। তাই জ্বালানি তেলের দাম বাড়ার অযুহাতে, গণপরিবহনে ২৬ শতাংশের বেশি ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক ও অবৈধ বলছেন যাত্রী কল্যাণ সমিতি। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির এই সময়ে বাড়তি ভাড়ায় সব মিলিয়ে চাপে পড়বে নিম্ন-মধ্যবিত্তরা।

আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলানোর কঠিন চাপে জর্জরিত নিম্ন-মধ্যবিত্ত। মড়ার ওপর খড়ার ঘা হয়ে তাদের নতুন দুশ্চিন্তা ২৭ শতাংশ বাড়তি পরিবহন খরচ।

বাস মালিক ও ড্রাইভারদের সাথে কথা বলে জানা যায়, রাজধানীতে এক লিটার ডিজেলে বাস চলে গড়ে ৫ কিলোমিটার। সেই হিসাবে ১৫ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাড়তি জ্বালানি খরচ ৩ টাকা। তবে গড়ে ৪০ জন যাত্রী থাকলে বাসের কিলোমিটার প্রতি অতিরিক্ত আয় ১৮ টাকা। অর্থাৎ নতুন ভাড়ায় প্রতি কিলোমিটারে একটি বাসের লাভ বেড়েছে ১৫ টাকা।

সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যৌক্তিক না হলে কিভাবে হলো? ২০১৯ সালে তো এ চেয়ে বেশি ভাড়া কস্টিং কমিটি কস্টিং করে রেখেছিল। আমরা তো তেলের দাম বাড়ানোর পরও সেই ভাড়া নেই নাই। আরও কমিয়ে নিয়েছি।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, রাজধানীতে প্রায় ৯৫ ভাগ বাস গ্যাস চালিত। তাই তেলের দাম বৃদ্ধির দোহাই দিয়ে সব পরিবহনের ভাড়া বৃদ্ধি অযৌক্তিক।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হোসেন বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যে ভাড়া বাড়ানো হয়েছে সেই ভাড়া সিএনজি চালিত, অকটেন চালিত, পেট্রোল চালিত সবকটি যানবাহনে অবৈধভাবে আদায় করছে। এই বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য তৈরি করে দেয়ার জন্য আমি মনে করি সরকার দায়ী। যে গাড়িতে সিএনজির কারণে ভাড়া বেড়েছে একই গাড়িতে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়িয়ে দেয়া হলো। যেটা অনৈতিক এবং অবৈধ।

নিত্যপণ্যের বাড়তি বাজারে এমনিতেই দিশেহারা মানুষ, বিশ্লেষকদের মতে এমন সময়ে তেলের দামসহ পরিবহণের ব্যয় বৃদ্ধি ভয়ানক চাপে ফেলবে সাধারণ জনগণকে।

বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এস মুর্শিদ বলেন, তেলের দাম বেড়েছে, বাস ভাড়া বাড়বে। আর সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। এমন সময় তেলের দাম বাড়লো যখন মধ্যবিত্ত একটা কঠিন সময় পার করছে। জীবিকার সমস্যা, স্বাস্থ্যখাতে প্রচুর ব্যয়, সেভিংস যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে।

মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ১৫ পয়সা এবং দূরপাল্লার ভাড়া এক টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৮০ পয়সা নির্ধারণ করেছে সরকার।

আরও পড়ুন : গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা

ভয়েসটিভি/এমএম 

You may also like