Home জাতীয় গণ সংগীত-স্লোগানে উত্তাল ধর্ষণবিরোধী মহাসমাবেশ

গণ সংগীত-স্লোগানে উত্তাল ধর্ষণবিরোধী মহাসমাবেশ

by Shohag Ferdaus
ধর্ষণবিরোধী

উদীচীর গণ সংগীতে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মহাসমাবেশ শুরু হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বিকেলে পৌনে ৪টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। এতে জাদুঘরের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে এই মহাসমাবেশ ডেকেছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’।

মহাসমাবেশের শুরুতেই ধর্ষণবিরোধী মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। এ সময় তাদের নানা স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসতে দেখা গেছে।

মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চিকিৎসক সংগঠন সংহতি জানিয়েছে।

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক তানজিম উদ্দিন খান, অধ্যাপক সামিনা লুৎফা এবং অধ্যাপক সাঈদ ফেরদৌস শাহবাগে উপস্থিত থেকে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

এসময় প্রতিবাদী গান, আবৃত্তি এবং নাটকের পর আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like