Home জাতীয় সাগরে গভীর নিম্নচাপ, উত্তাল পদ্মা

সাগরে গভীর নিম্নচাপ, উত্তাল পদ্মা

by Newsroom

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় গভীর নিম্নচাপ বিরাজ করছে।  পরিণত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পদ্মানদী উত্তাল হয়ে আছে। ফলে নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে রাজধানী ঢাকা ও কক্সবাজার সকাল থেকে বৃষ্টির সঙ্গে রয়েছে ঝড়ো বাতাস।

বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হলেও শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। কোথা কোথাও বৃষ্টির পানি জমে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে পদ্মায় প্রচণ্ড ঢেউ রয়েছে। ফলে ঝুকি এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। এছাড়া নাব্য সংকটের কারণে আগে থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like