Home ভিডিও সংবাদ গাইবান্ধা শহরে অগ্নিকাণ্ডে পাঁচ বসত ঘর পুড়ে ছাই

গাইবান্ধা শহরে অগ্নিকাণ্ডে পাঁচ বসত ঘর পুড়ে ছাই

by Newsroom
গাইবান্ধা শহরে অগ্নিকাণ্ডে

গাইবান্ধা: গাইবান্ধার শহরের ডেভিড কোং পাড়ায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে ৫টি বসতবাড়ির ঘর পুড়ে গেছে। ১০ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।

স্থানীয়রা জানায়, গাইবান্ধার শহরের ডেভিড কোং পাড়ায় কালা চান এর বাড়ির রান্নার ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে সকাল সাড়ে ১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে মহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশ পাশের কয়েকটি ঘরে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায়। তার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালা চান এর ছেলে মিন্টু জানায়, আগুনে তার প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হযেছে।

ভয়েস টিভি/ গাইবান্ধা প্রতিনিধি/ টিআর

You may also like