Home ভিডিও সংবাদ ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে গোপী নাথের ফুল বাগান

ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে গোপী নাথের ফুল বাগান

by Shohag Ferdaus
গোপী-নাথের

কৃষক গোপী নাথ রায়ের ফুল বাগান দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন। মনোরম পরিবেশের এ বাগানটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে জেলার বাইরেও। বিনোদন পিপাসু মানুষ দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে  বেড়াতে আসছে গোপী নাথের এ ফুল বাগানে।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের বাফলা গ্রামে অবস্থিত গোপী নাথের এই বাগান। ফুলের বাগানের পাশাপাশি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে নানা শিল্প কর্ম। একটি বিনোদন কেন্দ্র হিসেবে এটি গড়ে তুলতে যা প্রয়োজন তা করছেন ব্যক্তি অর্থ খরচেই।

২০০৪সালে ১৪ শতাংশ জমিতে বাগান শুরু করলেও এখন এটি সম্প্রসারণ হয়েছে পাঁচ বিঘা জমিতে। ৫০ জাতের ফুল দিয়ে শুরু করা এই বাগানে এখন ফুল রয়েছে কয়েকশ’ প্রজাতির।

এক সময়ের কৃষক গোপী নাথ তার বাগানের ফুল বিক্রি করে পাঁচ জনের সংসার চালাচ্ছেন। স্ত্রী, সন্তানসহ পরিবারের পাঁচজনই এখানে সময় দেন কর্মক্ষেত্র হিসেবে।

গোপী নাথ রায় বলেন, আমার বাগানে গাঁদা, রজনীগন্ধা, জারবারা, এ্যালামুন্ডা, মোরগ, নীলপদ্ম, সাদা পদ্মসহ কয়েকশ’ জাতের ফুল উৎপাদন করছি। করোনার আগে স্বাভাবিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখান থেকে ফুল নিয়ে যাওয়া হত। প্রতিদিন গড়ে আড়াই তিন হাজার টাকা বিক্রি হলেও করোনার কারণে এখন এক দেড় হাজার টাকার ফুল বিক্রি হয়।

তিনি বলেন, প্রতিদিন অনেক মানুষ আসেন, তাদের জন্য আমি পর্যাপ্ত ব্যবস্থা করতে পারিনি আনন্দ উপভোগের জন্য। আগামীতে ইচ্ছে রয়েছে এটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। তারপরও আমি আমন্ত্রণ জানাই আপনার পরিবার নিয়ে এসে ঘুরে যান এখানে।

ভয়েস টিভি/এসএফ

You may also like