Home জাতীয় নুরের গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ

নুরের গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ

by Shohag Ferdaus
গ্রেফতারের

ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

১০ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন তারা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী অনশনে অসুস্থ হয়ে পড়েছেন।

টানা ২৭ ঘণ্টা অনশনের পর শুক্রবার রাতে ওই শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারী এই শিক্ষার্থী হাসানের মতোই ইসলামি স্টাডিজ বিভাগে পড়ছেন।

গতকাল শুক্রবার একই স্থানে মহাসমাবেশ করেন বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে আগামী ১৬ ও ১৭ অক্টোবর নোয়াখালী অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়া হয়। এছাড়া ধর্ষণ ও নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে নয় দফা দাবি ঘোষণা করা হয়।

ভয়েস টিভি/একে/এসএফ

You may also like