Home জাতীয় ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য, ওমক্রিন শনাক্ত ৪

২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য, ওমক্রিন শনাক্ত ৪

by Mesbah Mukul

দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও চারজনের দেহে শনাক্ত হয়েছে।

মঙ্গলবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও রাতে তিনজনের দেহে শনাক্তের মাধ্যমে সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত ৭ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা পড়া নমুনায় এ ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানা গেছে।

এর আগে সোমবার ২৭ ডিসেম্বর রাতে দেশে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

তারও আগে গত ১১ ডিসেম্বর করোনার নতুন ধরনটি দেশে প্রথম দু’জনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর। ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তারা বর্তমানে সুস্থ।

ভয়েসটিভি/এমএম

You may also like