Home জাতীয় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২ হাজার

২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২ হাজার

by Mesbah Mukul
শনাক্ত

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।

এর আগে সর্বশেষ গত বছরের ১৪ সেপ্টেম্বর দুই হাজার ৭৪ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই পুরুষ। এদের মধ্যে ঢাকায় দুই, আর রাজশাহীতে মৃত্যু হয় একজনের।

সোমবার ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা।

You may also like