Home ভিডিও সংবাদ চরম দুর্ভোগে জামালপুরের মানুষ

চরম দুর্ভোগে জামালপুরের মানুষ

by Newsroom
জামালপুরের

জামালপুর: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও যমুনা- ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর পানি বাড়ায় চরম দুর্ভোগে জামালপুরের মানুষ। পানির তীব্র স্রোতে বসত-ভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা।

যমুনা, ব্রহ্মপুত্র এবং দশানীসহ বিভিন্ন নদীর পানি বাড়ায় জামালপুর জেলার সাতটি উপজেলার প্রায় ১০ লাখ মানুষ পানবিন্দী হয়ে পড়েছে। তীব্র স্রোতে ভিটে-মাটি ও ঘরবাড়ী হারিয়েছেন নদী তীরর্বতী বেশির ভাগ মানুষ।

বন্যার পানি কমে গেলেও বসতবাড়ী হারিয়ে আশ্রয়হীন এসব মানুষ এখন চরম দুর্ভোগে দিন পার করছে। সব হারিয়ে তারা আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ভয়েস টিভিকে বললেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা করা হয়েছে। এখন বরাদ্দ পেলেই বিতরণ করা হবে।

এবারের বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪ হাজার ৮৮০টি ঘরবাড়ি। তবে সরকারি সহায়তা পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব বলছেন স্থানীয়রা।

ভয়েস টিভি/টিআর

You may also like