Home জাতীয় চলে গেলেন প্রথম নারী ফটোগ্রাফার সাইদা খানম

চলে গেলেন প্রথম নারী ফটোগ্রাফার সাইদা খানম

by Newsroom
সাইদা খানম

ঢাকা: আর ফিরবেননা নারী আলোকচিত্রী সাইদা খানম। দেশের নারী ফটোগ্রাফার ও আলোকচিত্রীর এই পথিকৃৎ চলে গেলেন না ফেরার দেশে। ১৭ আগস্ট সোমবার দিনগত রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মাত্র ১৩-১৪ বছর বয়সেই ছবি তোলা শুরু করেন সাইদা খানম। ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বরে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। পৈতৃক বাড়ি ফরিদপুরের ভাঙায়। তার বাবার নাম আবদুস সামাদ খান এবং মায়ের নাম নাছিমা খাতুন।

১৯৫৬ সালে ‘বেগম’ পত্রিকায় আলোকচিত্র সাংবাদিকের কাজ শুরু করেন এই নারী ফটোগ্রাফার। ১৯৬৮ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীকালে ১৯৭২ সালে পুনরায় লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর করেন। পরে ১৯৭৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেন।

এছাড়াও প্রেস ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। দুটো জাপানি পত্রিকাসহ বিভিন্ন পত্রপত্রিকায় তার তোলা আলোকচিত্র মুদ্রিত হয়েছে। তার ছবি নিয়মিত ছাপা হত দৈনিক অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়।

আলোকচিত্রী হিসেবে দেশে ও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন তিনি। তিনি বাংলা একাডেমি ও ইউএনবির আজীবন সদস্য। অস্কারজয়ী সত্যজিৎ রায়ের ছবিও তোলেন সাইদা খানম। সত্যজিতের তিনটি ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেছেন তিনি।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like