Home ভিডিও সংবাদ চাঁদপুরে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

চাঁদপুরে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

by Newsroom

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১৮০। মৃতদের মধ্যে সদরে ৩জন, মতলব উত্তরে ১জন এবং ফরিদগঞ্জে ১জন রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ, সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলর তাদের মৃত্যু নিশ্চিত করেছে। স্বাস্থ্যবিধি মেনে মৃতদের দাফনে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কিউ আর সি এবং জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের স্বেচ্ছাসেবী সংগঠন।
এ বিষয়ে স্বেচ্ছাসেবী জয়নাল আবেদীন বলেন, এই সংগঠনের মাধ্যমে চাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৮ জনকে দাফন করা হয়েছে।

You may also like