Home জাতীয় চার শর্তে কার্যকর হচ্ছে হাফ ভাড়া

চার শর্তে কার্যকর হচ্ছে হাফ ভাড়া

by Mesbah Mukul

শর্তসাপেক্ষে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল বুধবার থেকে এ নিয়ম কার্যকর করা হবে। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমরা বসে নেই। আমরা দফায় দফায় সভা করেছি। গতকাল ঢাকার ১২০টি পরিবহন মালিক, পাঁচটি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের নেতাদের নিয়ে বৈঠক করেছি। ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে।’ সকল পরিবহনের মালিক ও শ্রমিকদের এ সিদ্ধান্ত কার্যকর করারও আহ্বান জানান তিনি।

তবে ‘হাফ ভাড়া’ কার্যকরে কিছু শর্তারোপ করে তিনি বলেন, এই সিদ্ধান্ত শুধু ঢাকার জন্য, ঢাকার বাইরে এটা কার্যকর হবে না।

হাফ ভাড়া কার্যকরের শর্তগুলো হলো-

  •  এ সুযোগ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।
  • দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র।
  • ঢাকার বাইরে এ সিদ্ধান্ত প্রযোজ্য নয়।
  • সুযোগ থাকবে না সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে।

সংবাদ সম্মেলনে রাজধানীর রামপুরায় মাইনুদ্দিন দুর্জয় নামে এক শিক্ষার্থী নিহতের প্রসঙ্গটিও উঠে আসে। তিনি দুর্জয়ের ‘হত্যাকারী’দের তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করেন।

এসময় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।

ভয়েসটিভি/এমএম

You may also like