Home জাতীয় দেশে করোনায় মৃত্যু চার হাজার ছাড়াল

দেশে করোনায় মৃত্যু চার হাজার ছাড়াল

by Shohag Ferdaus
দেশে করোনা

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৪৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ৬২৮ জনে।

২৫ আগস্ট মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন দুই কোটি ৩৮ লাখের ২৯ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আট লাখ ১৭ হাজার। তবে এক কোটি ৬৪ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

ভয়েস টিভি/এসএফ

You may also like